এ শুধু গানের দিন

এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার।

এ তিথি শুধু গো যেন
দখিন হাওয়ার।।

এ লগনে দুটি পাখি
মুখোমুখি নীড়ে জেগে রয়
কানে কানে রূপকথা কয়।

এ তিথি শপথ আনে
হৃদয় চাওয়ার।।

এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই।

এ তিথি শুধু গো যেন
তোমায় পাওয়ার।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT