সংশয়
একদিকে তুমি অন্যদিকে তোমাকে হারানোর ভয়
জানিনা অবশেষে পাবো কিনা তোমাকে
তাই ভেবে কাটে দিন কাটে রাত
কাটেনা তবু সংশয়, কাটে না তবু সংশয়
ভালোবাসার নদি
ছুটে চলে অবিরত
না পেলে তোমায় আমি
সইব কি করে দুঃখ এতো
দ্বিধা আছে তবু তোমাকেই চায়
এই মন এই প্রান এই হ্রদয়
আসা যাওয়ার পথে
দিন গুনে থাকি চেয়ে
না এলে তুমি কাছে
থাকব কি করে কস্ট নিয়ে
তোমায় ভেবে শুধু আশা নিরাশায়
কেটে যায় যত অথই সময়
একদিকে তুমি অন্যদিকে তোমাকে হারানোর ভয়
জানিনা অবশেষে পাবো কিনা তোমাকে
তাই ভেবে কাটে দিন কাটে রাত
কাটেনা তবু সংশয়, কাটেনা তবু সংশয়
Comments
Post a Comment