রহিম রহমান সুবাহান মাওলা তোমার সেরা দান

রহিম রহমান সুবাহান
মাওলা তোমার সেরা দান
বরকতময় এই মাসের নাম
রামাদান, রামাদান।
মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান

এই মাসে পেলাম যে কিতাব
কালামুল্লাহ যার খেতাব
উম্মতের সেরা উপহার
আল কুরআন, আল কুরআন
মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান

যেখানে নাজিল হলো কুরআন
নাজিলের মাস মাহে রমজান
বরকতময় সে নাজিলিস্থান
গারে হেরা

জিব্রিল এসে দিলেন চাপ
রাসুলুল্লাহর বেড়ে যায় তাপ
বরকতময় সে চাপের নাম
ইক্বরা, ইক্বরা

মহিয়ান গরিয়ান আল্লাহু
রহমান দয়াবান জাল্লাহু

দিয়েছো মোদের কামিয়াব হতে
তোমার সেরা দান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে