বড় সাধ জাগে, একবার তোমায় দেখি
বড় সাধ জাগে, একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।।
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি ।।
চোখ তুলে যতটুকু আলো আসে,
সে আলোয় মন ভরে যায়।।
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
আমার এই অন্ধকারে
কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম।।
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে সুরে সুরে,
ওরা যদি গান হয়।
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
Comments
Post a Comment