চাঁদকে যেমন ঘোমটা দিয়ে আড়াল করা যায় না

রা রা রা রা
রা রা রা রা রা রা
রারা রারা রা রা
চাঁদকে যেমন ঘোমটা দিয়ে
আড়াল করা যায় না
কারো মনে ভালোবাসা
তেমনি আড়াল হয়না

চাঁদকে যেমন ঘোমটা দিয়ে
আড়াল করা যায় না
কারো মনে ভালোবাসা
তেমনি আড়াল হয়না

মনের কথা…গোপন হয় না
তেমনি প্রেম…লুকিয়ে রয় না (হুম)
মনের কথা গোপন হয় না
তেমনি প্রেম লুকিয়ে রয় না

রা রা রা রা
রা রা রা রা রা রা
রা রা রা রা রা রা

ভালোবাসা কাকে বলে বুঝিনিত আগে
এখন আমার মনের ভেতর
কেমন যেন লাগে

ওহো ভালোবাসা কাকে বলে বুঝিনিত আগে
এখন আমার মনের ভেতর
কেমন যেন লাগে

মনের কথা গোপন হয়না
তেমনি এ প্রেম লুকিয়ে রয় না (ওহো)
মনের কথা গোপন হয়না
তেমনি এ প্রেম লুকিয়ে রয় না
রা রা রা রা
রা রা রা রা রা রা
রা রা রা রা রা রা

ওহো প্রেম ভালোবাসা অবুজ স্বর্গ থেকে আসে
কেউ কখনো জানে না তো জীবনে কার কি আছে

প্রেম ভালোবাসা অবুজ স্বর্গ থেকে আসে
কেউ কখনো জানে না তো জীবনে কার কি আছে

মনের কথা গোপন হয়না
তেমনি এ প্রেম লুকিয়ে রয় না
মনের কথা গোপন হয়না
তেমনি এ প্রেম লুকিয়ে রয় না

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে