ও গানওয়ালা

ও গানওয়াল আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই ……………………..

ছেলেবেলার সেই , ছেলেবেলার সেই
বেহালা বাজানো লোকটা , চলে গেছে বেহালা নিয়েই
চলে গেছে গান শুনিয়েই ………………

এই পালটানো সময়েই , এই পালটানো সময়েই
সে ফিরবে কি ফিরবে না জানা নেই

ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই ……………………..

কৈশোর শেষ হওয়া , কৈশোর শেষ হওয়া ,
রঙ চঙ্গে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে , চলে গেছে মুখ ফিরিয়েই
এই ফটাকাবাজির দেশে , এই ফটাকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেইইই………….

ও গানওয়াল আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই ……..

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT