জীবনে মরণ কেন আসে
(ইতিহাস যুগে যুগে স্বাক্ষী দিয়েছে
শত ধ্বংস প্রেমের স্মৃতি শুধু রয়েছে
ফেলে আসা দিলগুলো ডাকে পিছনে
মন বলে যাব যেথা যাব সেখানে
সেখানে যাওয়া কী যায়
জীবনে মরণ কেন আসে)
জীবনে মরণ কেন আসে।।
গানে ভরা এ মনটা চিরদিনের নয়
ভূবনে সব স্মৃতিগুলো রেখে যেতে হয়
আলো ঘেরা জীবনে আধার কেন বয়।।
জগতের রীতি নীতি সবাই চলে যায়
কে কখন ছেড়ে যাবে বলা বড় যায়।
ঘন্টা যখন বেজে যাবে দেখবি সময় নাই।।
সুখ দুখ সবই আছে সুর সাধনায়
বারে বারে প্রানে তাই ভালবাসা চাই।
ভালবাসার মাশে একটা দাগ রেখে যাই।।
Comments
Post a Comment