এভাবে স্বভাবে

আর কখনো কিছু বলবো না
মনেতেই রেখে দেবো যখন পারবোনা
তোমাকে ঠিকই চেয়ে নেবো
অচেনা তুমি কেন
তোমাকেই কি ভাবে চিনি
এ অনুভবে তোমাকে কি ভাবে ফিরিয়ে আনি

না না না সাথবো না,
আর বাধনো আর ত শর্ত না
না বলেও সব বলা হয়ে যাবে
মনে মনে কথা
কথা না আকুলতা
নীরবতা টুকুই মনে রবে
এ সময় তোমায় ফিরে চাই
কখনো পেয়ে যাবে
এ ভাবে স্বভাবে তুমি যে রয়ে যাবে

(সংক্ষেপিত)

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT