হারিয়ে যাওয়া সেই দিন গুলি ফিরে পাওয়া যায় না
হারিয়ে যাওয়া সেই দিন গুলি ফিরে পাওয়া যায় না
হাজার মনের যত স্বপ্নকে ফিরে পাওয়া যায় না ।।
আমি তো তোমারই ছিলাম শুধু মনে রেখো …
মেঘকে বলেছি, চাঁদকে ঢেকো না ।।
বৃষ্টিকে বলেছি তুমি কেঁদোনা
তুমি কেঁদোনা
হারিয়ে যাওয়া সেই দিন কাছে ডাকে
অগ্নিকে বলেছি, আর জ্বালিও না ।।
ফুল কে বলেছ, তুমি কেঁদো না
হারিয়ে যাওয়া সেই দিন যদি ডাকে
হারিয়ে যাওয়া সেই দিন গুলি ফিরে পাওয়া যায় না
হাজার মনের যত স্বপ্নকে ফিরে পাওয়া যায় না ।।
Comments
Post a Comment