শেষে ট্রামে দুজনাতে
(এখন তুমি কোথায় আছো? জানিনা। যেখানেই থাকো, ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা)
শেষে ট্রামে দুজনাতে ফাগুনের একরাতে
দেখা হয়ে গেল তিনটি বছর পরে
জানি না কেমন করে এমন যে হলো।
বললে আমায় তুমি আছো গো কেমন
উত্তরে বললাম রেখেছো যেমন।
মনে সুখের এক ঝড় বয়ে গেল।।
স্টপেজ পেরিয়ে গেল নামা হলো না
কথা বলে কথা শেষ করা গেল না।
ট্রামটা ডিপোর কাছে এসে দাঁড়ালো
শেষে ট্রামে দুজনাতে ফাগুনের একরাতে
দেখা হয়েছিল,
দেখা তো হলো না আর
স্মৃতিটুকু শুধু তার বুকে রয়ে গেল।
Comments
Post a Comment