অন্ধ মোহ

ক্যামন আছো তুমি, ক্যামন ছিলে?
ক্ষয়ে ক্ষয়ে, তিলে তিলে!
আমি ভালো নেই, ভালোবেসে৷
তোমায় একা করে দূরে এসে৷

ফিরে যেতে চাই জোছনাতে৷
যেখানে স্বপ্নেরা সাথে সাথে_
ছায়ারই মতো হেঁটে চলে৷
ফিরে যেতে চাই কোলাহলে৷

তোমাকে ছেড়ে,
এতোটা দূরে_
এসেছি আমি যার কারণে_
সে-ও আমাকে একাকী রেখে_

হারিয়ে গ্যাছে কোন অজানায়
জানি না, তা জানি না৷
তোমারই কাছে চাইছি ক্ষমা_
জানি না পাবো কি-না৷
দিও না শুধু ঘৃণা৷

তুমি কি আমাকে শুনছো এখন?
ইথারে ইথারে কীসের আলোড়ন_
শুনতে কি পাও বুকের কাঁপন?
ছুঁয়ে দ্যাখো না হৃদয়ের দহন৷

আমি কি আবেগে অন্ধ মোহে?
ছুটেছি শুধু যে অন্ধ হয়ে_
জানি না, আজো তার পাইনি জবাব৷
জীবন জুড়ে ভীষণ অনুতাপ৷

এভাবে কতো আর
নিয়ে হাহাকার_
থাকবো দু’জনে ভালোবাসাহীন?
চলো না ভুলে সব, আবেগী অনুভব_

নিয়ে শূণ্য জীবনটাকে
পূর্ণ করে তুলি_
পিছু ডেকে ডেকে যায় বারবার
প্রিয় সেই দিনগুলি৷
কী করে সে কথা ভুলি?

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT