তুই মেঘলা মেয়ে

তপ্তখরা শেষে মেঘ হলি তুই
চঞ্চল পবনে তোকে ছুঁই
এখনো ধরণী হয়নি শীতল
এখনই চলে যাবি কিরে বল?
ও মেঘলা মেয়ে যাস‌নে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে

কম্পিত হাত রাখি তোর শান্ত মনের পরে
তোর মেঘ কালো মায়া চোখে
ভাবরে আপন করে(২)
তোর ঝাঁপটা ভেজা জল মেখে
চোখটা আমি বুজি কি সুখে

ও মেঘলা মেয়ে যাস্‌নে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে

হাহাকার মনকুঁড়ি, যাসনে ও মেঘলামেয়ে,
হাত জড়ো মনে পুড়ি,বহু কাল তোকে চেয়ে
তুই ভাসতে ভালো ঝরে চল
এখনই চলে যাবি কিরে বল?

ও মেঘলা মেয়ে যাস্‌নে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে
তপ্তখরা শেষে মেঘ হলি তুই
চঞ্চল পবনে তোকে ছুঁইে

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT