একটু ফিরে দেখো
একটু ফিরে দেখ একটা কথা রাখ
ভালবেসে একবার আমায় বউ বলে ডাক।।
কতদূর যায় পাখী উড়ে
আবার তো ফিরে আসে নীড়ে
আমি তেমনি আজ বিরহী পাখী ।।
তোমার ছায়া নীড়ে তুলে নাও গো
সোহাগে আদরে জীবনে আমারে ভরে দাও গো
এই শোনো না …
একটু ফিরে দেখ একটা কথা রাখ
ভালবেসে একবার আমায় বউ বলে ডাক।।
কত পথ পার হয়ে এসে
সাগরে্র বুকে নদী মেশে
আমি তেমনি আজ পিয়াসী নদী ।।
তোমার সাগর বুকে তুলে নাও গো
জীবনে মরণে তোমারই চরণে ঠাই দাও গো
এই শোনো না …।।
একটু ফিরে দেখ একটা কথা রাখ
ভালবেসে একবার আমায় বউ বলে ডাক।।
Comments
Post a Comment