নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না

নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না
আহা রে ছদরুদ্দির মা, আ…।।

বড় চাচার গরু ছুইতে কদুর জাংলে খাইলো, খাইলো
চাচা আইসে খালি খালি চাচিরে কেন মাইরলো, মাইরলো
আরে সুময় থাকতে বাড়ির কেউতো চোহি দেখল না।।

কষ্ট করে কুস্টার বুজা হাতে নিয়া গেইলো, গেইলো
বেসতি না পারলো চাচা কুস্টা ফিরা আনলো
আরে দেরি করে যাওয়ার জন্য সদাই হলো না।।

বিয়ানের কাম চাচা আমার করে ভাইটেল বেলা, বেলা
হরহামেশা সেই জন্যি খায় চাচিজানের ঠেলা, ঠেলা
হায়রে চাচির কপারে আল্লায় সুখ যে দিল না।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT