যে তোরে পাগল বলে

যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু।।

আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু।।

আজকে আপন মানের ভরে
থাক্‌ সে বসে গদির ‘পরে–
কালকে প্রেমে আসবে নেমে,
করবে সে তার মাথা নিচু।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT