ক্রিকেট

কেউবা বোলার কেউ ফিল্ডার
উইকেট কিপার কেউ অলরাউন্ডার
জীবনের খেলা যে সীমিত ওভারে
তুমি আমি ব্যাটসম্যান সকলে প্লেয়ার।

জীবনের মাঠ বড় অসমান
হঠাৎ গড়ানো বল লাফাবে
সাবধানে ফিল্ড করো ফিল্ডসম্যান
কখন যে নাক মুখ ফাটাবে

সময়ের পিচও বড় অসমান
হেলমেট গার্ড করে করো ব্যাট
সাবধানে ব্যাট করো ব্যাটসম্যান
দেখে শুনে ব্যাকফুটে মারো কাট।

উইকেট ঘিরে আছে ফিল্ডারস
তুলেছ কি ক্যাচ তুমি মরেছ
দেখে শুনে গুগলিকে সামলাও
ফ্লাইট বুঝে খেলো নয় ঠকেছ

লেংথ বুঝে বল করো ও বোলার
লুজ বল দিলে মার খেয়েছ
ঠিক করে ফিল্ড করো ফিল্ডার
খেলেছ কি ক্যাচ ম্যাচ হেরেছ।

অনার ঝুলি সে তো স্কোরবোর্ড
তুলে নাও কত রান কুড়াবে
যত পারো মারো ফোর সিক্সার
একদিন শেষ বল ফুরাবে

হারজিত বলে দেবে স্কোরবোর্ড
সবশেষে নিজেকেও হারাবে
শুন্য বা সেঞ্চুরি যাই হোক
প্যাভিলিয়নে পা বাড়াবে।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT