মধুর বসন্ত এসেছে

মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে (আমাদের)

মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে।।

কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে।
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।।

হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে

পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে।
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে