কেঁদে যায় এই মন কেঁদে যায়

কেঁদে যায় এই মন কেঁদে যায়
কেটে যায় এ জীবন কেটে যায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে।।

কত স্মৃতি মাখা দিনগুলো
কেন কুয়াশায় শুধু ঢেকে যায়
নিঃসঙ্গ এখন একাকি
দিন কেটে যায় বিরহ ব্যাথায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে।।

নিঃশব্দ নীলিমাতে যে
খুজেছি তোমায় একা নিরালায়
জানি আসবে না ফিরে যে
তবুও আশায় বসে থাকি হায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT