এক ডালি ফুল
এক ডালি ফুল
তোমার হাতে দিয়ে আমি
বলেছিলাম ভালবাসি
ভালবাসি সব চেয়ে বেশি
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে
তবু তুমি গেছ চলে
দু’পায়ে ফুল দলে দলে ।।
ভেংগে গেছে হৃদয়
তবু আজো কথা কয়
প্রেম
এক ডালি ফুল
তোমার হাতে দিয়ে আমি
বলেছিলাম ভালবাসি
ভালবাসি সব চেয়ে বেশি
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে
আজো কাঁদে এই মন
সেই সৃতি লয়ে ।।
এখনও হায় ব্যথা দিয়ে যায়
মন মাঝে
এক ডালি ফুল
তোমার হাতে দিয়ে আমি
বলেছিলাম ভালবাসি
ভালবাসি সব চেয়ে বেশি
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে
Comments
Post a Comment