সাগরের সৈকতে, কে যেন দূর হতে

সাগরের সৈকতে, কে যেন দূর হতে
আমারে ডেকে ডেকে যায় আয়, আয়, আয়
পারিনা তবু যেতে, শেকল বাধা এই দুটি পায়।।

যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।

চোরা বালি ডেকে নিয়ে যায় আয়, আয়, আয়
কি করে পাব তারে, যারে আমার ভীরু মন চায়।।

জীবনের সংগীতে, ছিড়ে যেন গেছে তার
যত বার সুর সাধি, গান তো আসেনা আর।

স্মৃতিগুলো পিছু ডেকে যায় আয়, আয়, আয়
জানিনা কখন কবে, ঝড়ের আকাশ রোদে ভরে যায়।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT