মনে করো আমায় খুজে পেলে না কোথাও
মনে করো আমায় খুজে পেলে না কোথাও।
অথচ আছি আমি তোমার কাছাকাছি।
সাগরের সৈকতে যখন তুমি মনের কথা কবে।
আমি তখন উড়ে চলা মৌমাছি
সারাক্ষণ তোমার কাছাকাছি।।
তোমারই অন্তরে নিবিড় করে
রবো প্রেমে ভরে।
দেখবে তখন অনুভবে আছি
সারাক্ষণ তোমার কাছাকাছি।।
Comments
Post a Comment