আরও একটু দূরে

আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই

কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই

ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই

তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই

জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই

বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই

ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT