অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়

অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়।

তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটাকে
কাটিয়ে দিতাম আমি কিছুটা সময়
একলা বসেই ওগো সাগর বেলায়।।

পরশমনিরে বেধে বুকেরই তারে
বলতাম পেয়েছি আমি খুজেছি যারে

মুঠোয় নিতাম তুলে পরম পাওয়া।
যা কিছু আমায় শুধু কাঁদায় হাসায়।।

মানিক সে তো মন মিথ্যে সবই আর
তারে ধরা যায় না তারে ছোঁয়া যায় না।
সে তো শুধু কল্পনা।

ইচ্ছার ঝিনুকে আহা মুক্তো জ্বলে।
হৃদয় যদি সোনা হয় সহজে মিলে

সোনার সোহাগে হিয়া হয় সোহাগী।
ভোলে তখন মন মৃগের মায়ায়।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে