ইঞ্জিন যদি চইলা যায়

ইঞ্জিন যদি চইলা যায় ডাব্বা লইয়া কি হইবো।
মাটির জিনিস মাটির মাঝেই মাটি হইয়া যাইবো
মাটির জিনিস মাটির মাঝেই মাটি হইয়া যাইবো।।

হাওয়ার মাঝে বসতবাড়ি হাওয়ায় করি হুরাহুরি।
এই হাওয়া থাইম্যা গেলে হুইসাল বাজাইবো। (আরে)
মাটির জিনিস মাটির মাঝেই মাটি হইয়া যাইবো
মাটির জিনিস মাটির মাঝেই মাটি হইয়া যাইবো।।

কিসের এত বাহাদুরি আপনা লাইয়া হুরাহুরি।
ঐ পাড়ে পাপ পূণ্যের হদিস বসাইবো। (আরে)
মাটির জিনিস মাটির মাঝেই মাটি হইয়া যাইবো
মাটির জিনিস মাটির মাঝেই মাটি হইয়া যাইবো।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে