জীবন আঁধারে পেয়েছি তোমারে
জীবন আঁধারে পেয়েছি তোমারে
চিরদিন পাশে থেকো বন্ধু
ওগো বন্ধু
আমারই সুখে আমারই দুঃখে
তুমিই ভরসা ওগো বন্ধু
তুমি রিনিঝিনি সুরে বীণা বাজালে
মুগ্ধ চোখে ওগো কাছে এলে
আমি তোমারই হাতে হাত রেখেছি
তোমারই ছিলাম ওগো তোমারই আছি
তুমি যে আমার আলো আকাশ
ওগো তুমি যে আমার বুকের নিশ্বাস
সারাটি জীবন ধরে
তুমি ভালবেসে বুকে মোরে জড়ালে
অন্ধকারে ওগো পথ দেখালে
কত সাধনাতে তোমাকে যে পেয়েছি
দুঃখ ব্যথা সবই ভুলে গেছি
তুমি যে আমার প্রাণের ভাষা
ওগো তুমি যে আমার সোনালী আশা
সূর্য ওঠা ভোরে
Comments
Post a Comment