ঢাকো যতনা নয়ন দুহাতে

ঢাকো যতনা নয়ন দুহাতে
বাদল মেঘ ঘুমাতে দেবে না
এমন মোহন শ্রাবন রাতে

ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না।
যে মন কখনো বেসেছে ভাল।
এ বরষা কারে করবে উতল
নদীর তটিনী বইবে উজানে

কাজল ধারা ঘুমাতে দেবে না।

বলবে তোমাকে ফাগুনের রাতি
এ কার প্রানে ও আকুল মিনতি

একাকি বিজনে পড়বে যে মনে
গানে ও বানী ঘুমাতে দেবে না।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT