এ সুখের নেই কোন সীমানা
এ সুখের নেই কোন সীমানা
বসন্তেরই আমন্ত্রনে জড়িয়ে গেলাম আলিঙ্গনে
সফল হলো বুঝি সাধনা।
খুশির চরণ ধ্বনি আমার প্রানে
কী আবেশ ছুয়ে যায় আমার গানে।
চিরচেনা এই যে ভুবন
শত রঙ্গে রঙ্গিন এখন
স্বর্গ হলো বুঝি রচনা।।
জীবনের যত ফুলে এখন হাসে
হৃদয়ের আঙ্গিনায় সুরভি আসে।
এ জনমেই যেন আবার
নতুন জনম হলো আমার
ফুরিয়েই গেল ভাবনা।।
Comments
Post a Comment