কাল সারারাত ছিল স্বপনের রাত

কাল সারারাত ছিল স্বপনের রাত
সৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমা চাঁদ

ঘুম ছিল না দুটি চোখের পাতায়
মন ছিল তন্ময় কথায় কথায়
চাঁদ মুখে চাঁদ দেখে কেটে গেল রাত

……… ঐ …………………

ঝড় ছিল না ভিরু সজল হাওয়ায়
সুখ ছিল সারাখন চাওয়া পাওয়ায়
সাথি হয়ে কেউ ছিল হাতে রেখে হাত

………………..ঐ………………..

কাল সারারাত ছিল স্বপনের রাত
সৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমা চাঁদ

************************************

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT