বন্ধন

বন্ধন সেতো হয়না পুরনো,
সম্পর্কগুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়াগুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।
কিছু কিছু প্রিয়মুখ কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহুর্তগুলো চোখ মেলে থাকে
চেনা কন্ঠের সেই চেনা ডাকে,
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহুর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই।
অদৃশ্য সূতোয় বাধা পড়ে,
প্রতিমুহুর্তে তাই স্বপ্ন সাজাই
আর ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT