শনি গেল বন্ধ রবি গেল
শনি গেল বন্ধু রবি গেল
গেল রে দিন মাস বছর।
কেমন আছি আমি চিঠি দিয়াও
তুই নিলি না একটাও খবর
আমি কেমন আসি বন্ধু চিঠি দিয়াও
তুই নিলি না একটাও খবর।।
কত সোহাগে সোহাগ করে
ওরে পুরানো বন্ধুর সনে
শুধু শান্তি নাই আমার মনে।
নয়ন জলে কত লিখলাম চিঠি
তুই দিলি না একটাও উত্তর
হায় নয়ন জলে কত লিখলাম চিঠি
বন্ধু দিলি না একটাও উত্তর।।
আমি আভাগী দিন রাতি
প্রেমের আগুনে যে জ্বলি
হায় এই দুঃখ কারে বলি।
কত সুখী আমি আছি বন্ধু
দেখে যা একটা নজর
হায় কত সুখী আমি আছি বন্ধু
তুই দেখে যা একটা নজর।।
Comments
Post a Comment