সুখ আমি চাই নি শুধু চেয়েছিলাম তোমায় আমি
সুখ আমি চাই নি শুধু চেয়েছিলাম তোমায় আমি।
সুখ আমি চাই নি শুধু চেয়েছিলাম তোমায় আমি।
পাব কী পাব না খুজে তোমায়
হারিয়ে গেছি তুমি কোথায়।
সব দিয়েছি উজার করে
এখন তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়।।
ভাবিনি আগে এমন হবে
চলে গেছ তুমি অনেক দূরে।
সব দিয়েছি তোমায় আমি
এখন তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়।।
Comments
Post a Comment