মনে পড়ে

কালো কালো, এলোমেলো অগোছালো একরাশ চুল।

স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ।

কালো কালো, এলোমেলো অগোছালো একরাশ চুল
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ।

পথে যেতে এলোচুল উড়াতো হাওয়া
মেঘরাঙ্ঘা শাড়িটার আঁচল বাওয়া।
পথে যেতে এলোচুল উড়াতো হাওয়া
মেঘরাঙ্ঘা শাড়িটার আঁচল বাওয়া।

পটভূমি দিগন্তে কালো কালো মেঘ
তুমি ছিলে যেন এক জড়ের আবেশ।

মনে পড়ে আ আ… মনে পড়ে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT