ছেড়া চিঠির কথা

বৃষ্টির জলে ভিজেছে,
ছিড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা..
বৃষ্টির জলে ভিজেছে,
ছিড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা..
কি করে জানাব বল
হয়নি জানা ছেড়া চিঠির কথা….

ঠিকানা বদল হয়েছে তোমার
তাই আসে ফিরে চিঠি আমার….
আমিতো আছি আগেরই ঠিকানায়
আসেনা কেন চিঠি তোমার
কি করে জানাব বল
হয়নি জানা ছেড়া চিঠির কথা….

বৃষ্টির জলে ভিজেছে,
ছিড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা..
কি করে জানাব বল
হয়নি জানা ছেড়া চিঠির কথা….

অজানা কত প্রশ্ন ছিল
উত্তর তুমি পাওনি যার
সেই ক্ষেোভে ভুলনা আমায়
এখনও আছি চিঠির প্রতীক্ষায়।
কি করে জানাব বল
হয়নি জানা ছেড়া চিঠির কথা….

বৃষ্টির জলে ভিজেছে,
ছিড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা..
বৃষ্টির জলে ভিজেছে,
ছিড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা..
কি করে জানাব বল
হয়নি জানা ছেড়া চিঠির কথা….

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT