বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন
যদি আগুন লেগে ধবংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
করবে কেমন করে কোরআন ধংস আগুনেরও তেজ
আছে বিশ্ব ভরা অগনিত কোরআনে হাফেজ
তারা আবার ছাপায়ে আসমানী গ্রন্থ
বাচাবে ইসলামের মান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।
করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস
লিখলো সালমান রুশদী বিদ্বেষ পূর্ন স্যটানিক ভার্সেস
তবু আল কোরআনের নূরের বাতি ।।
সারা বিশ্বে বিদ্যমান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
দেখ পাকিস্তানের জিয়া মরলো দূর্ঘটনায় ভাই
তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই
যেমন ছিল তেমন আছে
একটি সুরাও হয়নি ম্লান
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
যারা কোর আন ধংস করতে চায়
জানে না তাহারা ।।
ঐ গ্রন্থের প্রতি পাতা
ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা
এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন
আমার বিশ্ব নবীর সাধনার ধন
নহুল কয়না ফুলের দান
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।
এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।
Comments
Post a Comment