কি জানি কি এক দিন ছিল

কি জানি কি এক দিন ছিল
ঘাসের দোলায় দুলছিল
এলিয়ে চুল তুমি ছিলে
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই

পায়ে পায়ে পথ চলা
গিটার নিয়ে সুর তোলা
গান নিয়ে মাতামাতি
কখন যে চুপ করে
নামত সন্ধ্যা…
তুমি ছিলে আমি ছিলাম..
তুমি নেই আমি নেই..

ছোট ছোট কত কথা
যেন এক রুপকথা
মেঘ হেসে ছায়া দিত
প্রতি রাতে যেন ছিল।।
চাদেঁর আলো

তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই

কি জানি কি এক দিন ছিল
ঘাসের দোলায় ফুল ছিল
এলিয়ে চুল তুমি ছিলে
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে