তুমি আসবে বলে কাছে ডাকবে বলে

তুমি আসবে বলে কাছে ডাকবে বলে
ভাল বাসবে ওগো শুধু মোরে
তাই চম্পা বকুল করে গন্ধে আকুল
এই জোছনা রাতে মনে পড়ে।।

চঞ্চল হাওয়া বয় কানে কানে কথা কয়।
বনে বনে চোখ হাসে দূরে কেন সরে রয়
তুমিও তেমনি এমনও রাতে রবে কি দূরে দূরে।
কাছে ডাকবে বলে
ভাল বাসবে ওগো শুধু মোরে
তাই চম্পা বকুল করে গন্ধে আকুল
এই জোছনা রাতে মনে পড়ে

মায়া ভরা এই ক্ষণে কেন ডাকো ফুল বনে
তুমি এলে আঁখি পাতে চুপি চুপি মনে মনে

স্বপ্ন হয়ে মনের মিতা আমারো নেই বাসরে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT