না

আর চার দেয়ালে কেন
একা ডূবে থাকা
এই
বর্তমানকে দূরে ঠেলে অতীতের
ছবি আঁকা
আর যত কারনে এই দ্বিধার
বাড়াবাড়ি
জাগবেনা আর জীবন তোমার
হলে সান্ধ্য আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দেবে সিদ্ধান্ত আজই
নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে, কর
না না আসলে।

না না না……
কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি
থাকবেনা আর তখন আমার
মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনবের পরিবর্তন
হবে ভাবো
ভেবোনা আর না এ তোমার উৎসাহ
হারাবো।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে