আকাশ নীলা

আকাশ নীলা তুমি বল কিভাবে
আমার শূণ্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালোবাসা দিয়ে ভূল ভাঙ্গাবে ।
কথা দাও, কথা দাও, কথা দাও
বুঝবে আমায়,
কথা দাও, কথা দাও, কথা দাও
আজীবন আমারি রবে ।
খুজতে, যদি আজ খুজতে
বুঝতে তবে এ মন বুঝতে
জীবনে কত যে দুঃখ লুকানো
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
জানতে, যদি একটু জানতে
কি ক্ষত বুকে আমার, মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে