ভালবাস মানুষেরে

ভালবাস মানুষেরে যদি চাও তুমি তাঁরে
সেতো আছে মানুষেরই অন্তরে নাও খুজে
হই আমি কী পাব তাঁরে
হই আমি কী পাব তাঁরে, হো হো হো।।

চেয়ে দেখ সেই চোখে সৃষ্টির সেরা সে যে।
তাঁরই তো দান তাঁরই তো মান
গেয়ে যাই ভুবনে।।

মিছে কেন খুজো তাঁরে সে তো আছে সাবার মাঝে।
তাঁরই মান তো তাঁরই তো গান
গেয়ে যাই জীবনে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে