ভালবাস মানুষেরে
ভালবাস মানুষেরে যদি চাও তুমি তাঁরে
সেতো আছে মানুষেরই অন্তরে নাও খুজে
হই আমি কী পাব তাঁরে
হই আমি কী পাব তাঁরে, হো হো হো।।
চেয়ে দেখ সেই চোখে সৃষ্টির সেরা সে যে।
তাঁরই তো দান তাঁরই তো মান
গেয়ে যাই ভুবনে।।
মিছে কেন খুজো তাঁরে সে তো আছে সাবার মাঝে।
তাঁরই মান তো তাঁরই তো গান
গেয়ে যাই জীবনে।।
Comments
Post a Comment