দুটি আঁখি দুটি তাঁরা
ও ও ও………
দুটি আঁখি দুটি তারা
একই নদী দুটি ধারা।
সুখের সাগরে হারাতে
একই মোহনায় মিলবে তারা।।
হাসিখুশি ভরা আছে ছোট্ট এ ঘর
এখানে কখনো উঠবে না ঝড়।
জীবন সদাই রবে সুন্দর
মন পাখি শুধু হবে না আড়াল
একই মোহনায় মিলবে তারা।।
মিলনের ডোরে বাঁধা মায়া রাখীবন্ধন
কোনদিনও হবে না ছিন্ন কখন।
স্নেহ মমতায় ভরে রবে মন
একই *** দুজনায় ***
একই মোহনায় মিলবে তারা
দুটি আঁখি দুটি তারা (বল)
একই নদী দুটি ধারা (বল, বল)।।
Comments
Post a Comment