বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো
বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও।।
নয়কো বনে, নয় বিজনে নয়কো আমার আপন মনে
সবার যেথায় আপন তুমি
হে প্রিয়, সেথায় আপন আমারও।।
সবার পানে যেথায় বাহু পসারো
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও।
গোপনে প্রেম রয় না ঘরে
আলোর মতো ছড়িয়ে পড়ে
সবার তুমি আনন্দধন
হে প্রিয়, আনন্দ সেই আমারও।।
Comments
Post a Comment