নদী ভাসে নদীর জলে
নদী ভাসে নদীর জলে
নয়ন ভাসে নয়ন জলে।
নীলাকাশ ভাসে মেঘে মেঘে
দেবে না দেখা কী ভাবিবো সে একাকী
সারাটি রাত জেগে জেগে।
আকাশের নয়ন থেকে
বাতাসের গায়ে ঝরে বৃষ্টি
তোমাকে খুজি শ্রাবন দৃষ্টি।
কী এমন ছিল ভুল
ভাঙ্গে যে মন কূল
বিরহী ঢেউ লেগে লেগে।।
আধারের আঙ্গিনাতে জোছনা লাগে বড় মিষ্টি
এই হৃদয় তোমার প্রেমে সৃষ্টি
কেন যে ব্যাথা দাও বল কী সুখ পাও
আমারই মন ভেঙ্গে ভেঙ্গে।।
Comments
Post a Comment