তাঁরা ভরা এই রাতে

তাঁরা ভরা এই রাতে
চাঁদ নেই তুমি আছ সাথে
জোছনা হারা এই রাতে
কিছু আলো হৃদয় মাঝে

সারাটা আকাশ জুড়ে
একরাশ মেঘের ভেলা
সারাটা আকাশ জুড়ে
ঐ দেখা যায় দূরে
চেয়ে দেখো সব তারা
ডাকে তোমায়

তাঁরা ভরা এই রাতে
চাঁদ নেই তুমি আছ সাথে

চাঁদ নেই এই রাতে
নীলের আলো তারাতে
চাঁদ নেই এই রাতে
কেটে যাবে একসাথে
দিলে তুমি প্রেম আলো
আজ আমায়

তাঁরা ভরা এই রাতে
চাঁদ নেই তুমি আছ সাথে
জোছনা হারা এই রাতে
কিছু আলো হৃদয় মাঝে

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে