কখন ছুটি হয়ে কখন বাজবে সেই ঘন্টা
কখন ছুটি হয়ে কখন বাজবে সেই ঘন্টা
ছোট্টবেলায় পাঠশালার ঐ শাষণ ভেঙ্গে আনচান করতো যে মনটা।।
ছুটি কত না মধুর ছিল ছুটি
শুধু ইচ্ছে মত ধুলোয় লুটোপুটি।
কানামাছি ভো ভো করে কেঁটেছে সুখের সেই ক্ষণটা।।
ভর দুপুরে অনেক দূরে খুজছে পাখি দুষ্ট কিশোর
রঙ্গিন সুতায় ঘুড়ছে লাটাই ছুটির ঘোরে চমকে বিভোর
ছুটি সেই যে সাধের ছিল ছুটি
আর ঘন্টা শুনে শিউরে গেল উঠি
জীবনের ছুটি হবে ভাবতে গেলেই কাঁদে উঠে এই মনটা
ক-খ-ন ছু-টি হ-য়ে ক-খ-ন বা-জ-বে সে-ই ঘ-ন্টা।।
Comments
Post a Comment