শোনো ও বকুল

শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা
শোনো শোনো
তোমরা সবাই শোনো
মালতী আমার প্রিয় ফুল

কালো ভ্রমর হয়ে
তাকে ভালোবেসে আমি
করেছি কি কোন ভুল

জানি না কি চোখে আমায় দেখে সে
কালো বরন সে কি ভালোবাসে
প্রেমেরই অনুরাগে
দোলে কি তার মন দোদুল
শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা

জানি না তার রূপে এমন কি আছে
দু’চোখ বরন হলো মধু সাঁঝে
করেছে বশীকরন
না দেখে হই যে আকুল

শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা
শোনো শোনো
তোমরা সবাই শোনো
মালতী আমার প্রিয় ফুল

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT