আমি ছন্দহারা এক নদীর মত ছুটে যাই

আমি ছন্দহারা এক নদীর মত ছুটে যাই
আমার চলার শেষ কোন সাগরে
তার ঠিকানা তো জানা নাই।

কত শহর বন্দর পেড়িয়ে চলেছি অজানা দেশে
কালের নিঠুর টানে।
সেকথা তোমায় আমি বোঝাতে পারি নি।।

ভেবেছি মনে মনে বলেছি গানে গানে
শোননি কো তুমি সেই মধুক্ষণে।

সীমাহারা দূর দিগন্ত পাড়ে
জানি না কোথা ভেসে যায় কোন সে অভিসারে।
যারে খুজে ফিরি আমি তারে যে পাব না হায়।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT