হাতের কাকন ফেলেছি খুলে
হাতের কাকন ফেলেছি খুলে কাজল নেই চোখে
তবু তোমার কাছে যাব যা বলে বলুক লোকে।।
যখন তুমি আসবে বলে ছিলেম দিশেহারা
বাতাসে ছিল আমন্ত্রন আকাশে ছিল তাঁরা।
জানি না হায় সেদিন আমার প্রদ্বীপ নেভালো কে।।
কে জানে আজ এতদিনে পারবে কি না চিনতে
এখনও প্রেম আগের মত আছে কি হৃদয় বৃন্তে
তবুও আমি শুন্য হাতে এলেম পথে নেমে
তোমাকে কাছে পাব বলে শুধুই তোমার প্রেমে
দেখতো এবার চিনো না কি কে আমি বলতো কে।।
Comments
Post a Comment