পথতো ফুরিয়ে যাবে
পথতো ফুরিয়ে যাবে
গানও হারিয়ে যাবে
অনুভবে অনুক্ষণ পাশাপাশি দুটি মন
স্বপ্নে বিভোর রবে।
বনেতে কখনও এ ফাগুন আসে নি
মনেতে কখনও ভীরু প্রেম আসে নি
আকাশে উড়ে চলা দুটি পাখি
একটি ডালে মিলনের ছোট নীড় বাধবে কবে।।
আকশে কখনও এতো রঙ লাগে নি
বাতেসে কখনও এতো সুর জাগে নি
আভাসে মিথ্যে করেই বলো ভালবাস
সে কথাই কোনদিন সত্যি হবে।।
Comments
Post a Comment