আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল
সেই জলে যেনো পদ্ধ পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
অচেনা এক বন বাশি সুর
বিস্বাদে ঘুমোয়
আমার আছে জল, আমার আছে জল
আমার একা সেই কালো দিঘি
একা আমি জলে নামি
আর কেউ নেই তো কাছে ও দূরে
অন্য ভুবনে থাকো তুমি
আমার একার সেই দিঘিতে ফোটাই নীলকমল
আমার আছে জল, আমার আছে জল
ঝুম বরষা ঘন কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে মেঘে বৃষ্টিতে
ভিন গ্রহ বাসি আজ তুমি
আমার একার জলত সবই শুধু অস্রুজল
আমার আছে জল , আমার আছে জল
Comments
Post a Comment