কথা কেন যে বলিস না

কথা কেন যে বলিস না
মনের মত তো চলিস না তুই যেন কেমন
সয় না অবুঝ মনে এত জ্বালাতন
জানি না তোকে নিয়ে করি কী এখন।।

আকাশে মেঘ যদি থাকে
বাতাসে নেয় দূরে তাকে

এই আমি আছেরে তোর কাছাকাছিরে।
ভয়ের কী যে কারণ
আঁচলে দেব তোরে মায়ার বাঁধন
আঁড়ালে রাখবো তোরে সারাটি জীবন।।

পাপীরা পাপ করে যাবে আখেরে সাজা তারা পাবে
যার পাপে তারে খায় শয়তানে হেরে যায়
রাখিস তারে স্বরণ ভুলে যা দ্বিধা ভয় মিছে অকারণ
খুশিতে মেতে র শুধু সারাক্ষণ।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT